পাকিস্তানের অশান্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি এলাকা দিয়ে যাওয়ার সময়, শুক্রবার রাস্তার ধারে পেতে রাখা একটি বোমা বিস্ফোরণে চারজন পুলিশ সদস্য নিহত এবং অপর আটজন আহত হয়েছেন বলে, পুলিশ ও একজন উচ্চপদস্থ গণপ্রতিনিধি জানিয়েছেন।
বেলুচিস্তান প্রদেশের সুই নামের শহরে আক্রমণের ঘটনাটি ঘটে। এতে কেউ দায় স্বীকার না করলেও, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে এ বিষয়ে সন্দেহ করা হচ্ছে। ইতোপূর্বে ঘটে যাওয়া এমন আক্রমণের ক্ষেত্রে এ ধরণের গোষ্ঠীগুলো দায় স্বীকার করেছিল।
প্রাদেশিক মুখ্যমন্ত্রী আবদুল কুদুস বিজেনজো, বোমা বিস্ফোরণের জন্য নিন্দা প্রকাশ করে সেটিকে একটি সন্ত্রাসী কর্মকান্ড হিসেবে আখ্যায়িত করেন। বিস্ফোরণের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে সকল ধরণের প্রচেষ্টার অঙ্গীকার করেন তিনি।
ঘটনায় নিহত ও আহতরা, পিস ফোর্স নামে পরিচিত একটি বিশেষ স্থানীয় পুলিশ বাহিনীর সদস্য বলে বিজেনজো জানান।
বেলুচিস্তানে একটি নিরাপত্তা ফাঁড়িতে জঙ্গীরা আক্রমণ করার মাত্র দুইদিন পর সর্বসাম্প্রতিক এই আক্রমণের ঘটনাটি ঘটল। পূর্বের সেই ঘটনার সময় গোলাগুলিতে ১০ জন সৈন্য ও একজন আক্রমণকারী নিহত হয়। বেলুচিস্তানে দীর্ঘদিন ধরেই সশস্ত্র বিদ্রোহের ঘটনা ঘটছে। সেখানে বিচ্ছিন্নতাবাদী বেশ কিছু গোষ্ঠী আক্রমণ পরিচালনা করে। বেশিরভাগ সময়ই সেগুলোর মূল লক্ষ্যবস্তু হয় সরকারী সেনা ও পুলিশ।
প্রদেশটির বিচ্ছিন্নতাবাদীরা ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারের থেকে স্বাধীনতার দাবি করে আসছে। যদিও পাকিস্তান সরকার দাবি করে যে বিদ্রোহ দমন করা হয়েছে, তবুও বেলুচিস্তানে সহিংসতার ঘটনা ঘটেই চলেছে।