অ্যাকসেসিবিলিটি লিংক

শান্তি পরিকল্পনায় অগ্রগতি সাপেক্ষে মিয়ানমারকে আসিয়ানে স্বাগতম: কম্বোডিয়ার প্রধানমন্ত্রী


মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী উনা মং লুইন মিয়ানমারের নাইপিতাওতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে স্বাগত জানিয়েছেন। ৭ই জানুয়ারী, ২০২২, ছবি-রয়টার্স
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী উনা মং লুইন মিয়ানমারের নাইপিতাওতে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেনকে স্বাগত জানিয়েছেন। ৭ই জানুয়ারী, ২০২২, ছবি-রয়টার্স

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন মঙ্গলবার নিশ্চিত করেছেন যে তিনি মিয়ানমারের জান্তা প্রধানকে দক্ষিণ-পূর্ব রাষ্ট্রগুলির সংগঠন,আসিয়ান-এর একটি শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন, এই শর্তে যে তিনি গত বছর যে একটি শান্তি পরিকল্পনায় তিনি সম্মত হয়েছিলেন তাতে অগ্রগতি সাধন করবেন।

আসিয়ানের সভাপতি হুন সেন বলেছেন যে তিনি বুধবার ভিডিওর মাধ্যমে সামরিক প্রধান মিন অং হ্লাইংয়ের সাথে কথা বলবেন। তিনি উল্লেখ করেছেন যে ৭ই জানুয়ারী মিয়ানমারে তাদের শেষ বৈঠকের পর, ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চিকে চার বছরের আটকাদেশ দেওয়া হয়েছিল এবং সামরিক বিমান ঐ তত্পরতায় মোতায়েন করা হয়েছিল।

মিন অং হ্লাইং গত বছর মিয়ানমারে একটি অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন এবং আসিয়ানের পাঁচ দফা "ঐকমত্য" যার মধ্যে ছিল বৈরীতা বন্ধ করা এবং সংলাপ চলতে দেওয়া । তবে চুক্তির এই সব বিষয়ের প্রতি সম্মান প্রদর্শন করতে ব্যর্থতার জন্য আসিয়ান মিয়ানমারের জান্তাকে মূল বৈঠকে যোগ দিতে বাধা দেওয়ার পদক্ষেপ নিয়েছিল ।

"হুন সেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের সঙ্গে সাক্ষাৎ এর সংক্ষিপ্তসার হিসেবে হুন সেনের ফেসবুক পেজে একটি বিবৃতিতে বলা হয়েছে, যে তিনি মিন অং হ্লাইংকে আসিয়ান সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন যদি সর্বসম্মতভাবে গৃহীত পাঁচটি দফা বাস্তবায়নে অগ্রগতি হয় ।

"কিন্তু যদি তা না হয়, তাহলে তাকে আসিয়ান বৈঠকে একজন অরাজনৈতিক প্রতিনিধি পাঠাতে হবে।"

আসিয়ানের নতুন সভাপতি হিসাবে, কম্বোডিয়া ইঙ্গিত দিয়েছে যে তারা জান্তাকে বিচ্ছিন্ন না করে সাথে রাখতে চায়। তবে হুন সেনকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং সিঙ্গাপুর সহ বেশ কয়েকটি আসিয়ান নেতারা মিয়ানমারকে চুক্তি মেনে চলতে বাধ্য কারার জন্য চাপ দিয়ে আসছেন। এই চুক্তির সমর্থনে রয়েছে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র।

XS
SM
MD
LG