আওয়ামী লীগ শব্দকে ব্যঙ্গ করে ফেসবুকে কাল্পনিক গল্প পোস্ট করায় রাজশাহী সাইবার ট্রাইব্যুনালে একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আবদুল মুকিত ওরফে রাজু (২৬) রাজশাহীর পবা উপজেলার হরিপুর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মোসা. ইসমত আরা জানান, মামলার বিচার চলাকালে আদালত আটজনের সাক্ষ্য গ্রহণ করেছেন। এরপর এ রায় ঘোষণা করেন আদালত।
মুকিত হরিপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি বলে জানিয়েছেন মামলার বাদী সাইদুর রহমান ওরফে বাদল।
সাইদুর জানান, ২০১৭ সালের ২৭ মে মুকিত তার ফেসবুক আইডিতে আওয়ামী লীগকে ব্যঙ্গ করে একটি কৌতুক পোস্ট করেন। এ কারণে পরদিন তিনি পবা থানায় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় একটি মামলা করেন।