সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সোমবার (২৪ জানুয়ারি) জানিয়েছে, তারা আবুধাবি লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
দেশটির প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে জানায়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কোনো অঘটন ছাড়াই মাটিতে পড়ে এবং কেউ এতে আহত হননি।
প্রতিরক্ষা দপ্তর জানায়, সংযুক্ত আরব আমিরাত "যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং যেকোনো হামলা থেকে দেশটিকে রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে"।
গত সপ্তাহে ইয়েমেনের হুথিদের দাবি করা একটি হামলা আবুধাবির একটি জ্বালানির ডিপোতে আঘাত হানলে তিনজন নিহত এবং ৬ জন আহত হন।
সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের একটি অংশ, যারা গত সপ্তাহের হামলার আগে ইয়েমেনে হুথিদের অবস্থান লক্ষ্য করে কয়েকবার বিমান হামলা চালিয়েছিল।
এ ছাড়া সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম রবিবার জানায়, হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র দেশটির দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এতে অন্তত একজন আহত হন।
[এই প্রতিবেদনের কিছু অংশ বার্তা সংস্থা এপি, এএফপি ও রয়টার্স থেকে নেওয়া]