অ্যাকসেসিবিলিটি লিংক

ওমিক্রন ঠেকাতে নিজের বিয়ের অনুষ্ঠান বাতিল করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী


নিউ প্লিমেথ সফরকালে কোভিড-১৯ এর অবস্থা নিয়ে কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। (ফাইল ফটো-এপি)
নিউ প্লিমেথ সফরকালে কোভিড-১৯ এর অবস্থা নিয়ে কথা বলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। (ফাইল ফটো-এপি)

করোনার বিস্তার রোধে দেশব্যাপী বিধিনিষেধ জোরদারের পাশাপাশি এবার নিজের বিয়ের অনুষ্ঠানও বাতিল করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। স্থানীয় সময় রবিবার (২৩ জানুয়ারি) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উত্তর থেকে দক্ষিণ দ্বীপে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর নয়জন ওমিক্রনে আক্রান্ত হওয়ার পর নিউজিল্যান্ড সরকার বাধ্যতামূলক মাস্ক পরিধান এবং ভিড়ের বিষয়ে বিধিনিষেধ জারি করে। রবিবার মধ্যরাত থেকে এই বিধিনিষেধ কার্যকর হবে।

বাধ্যতামূলক মাস্ক পরিধান ছাড়াও এই নিষেধে আরও বলা হয়েছে দুই ডোজ টিকা নিয়েছে শুধুমাত্র এমন ১০০ জন কোনো অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। আর টিকা না নেওয়া থাকলে ২৫ জনের বেশি নয়।

অকল্যান্ড থেকে দক্ষিণ দ্বীপে ভ্রমণকারী একটি পরিবার শ’খানেক অতিথির সঙ্গে একটি বিয়েতে যোগ দেন। ওই পরিবার এবং একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পরে কোভিড আক্রান্ত হন।

“আমার বিয়েটা হবে না”, বলেন জেসিন্ডা আর্ডেন। অতিমারির কারণে যাদের সঙ্গে এমন ঘটেছে সবার প্রতি সমবেদনা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকরা বিয়ে বাতিল হওয়ায় অনুভূতি কী জানতে চাইলে জেসিন্ডা বলেন, “এটাই জীবন”।

তিনি আরও বলেন, “আমি আর দশজন নাগরিকের থেকে আলাদা নেই। আমার চেয়েও খারাপ অবস্থার শিকার হয়েছেন অনেকে। অসুস্থ আপনজনের পাশেও থাকতে পারছেন না তারা। তাদের পরিস্থিতির তুলনায় আমার দুঃখ কিছুই না”।

XS
SM
MD
LG