জ্যামাইকার জাতীয় পুলিশ শনিবার জানিয়েছে যে জ্যামাইকার কর্তৃপক্ষ হাইতির এক প্রাক্তন সেনেটরকে আটক করেছে যিনি জুলাই মাসে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসকে হত্যার মূল সন্দেহভাজন ব্যক্তি।
জ্যামাইকা কনস্ট্যাবুলারি ফোর্সের মুখপাত্র ডেনিস ব্রুকস রয়টার্সকে বলেছেন, জন জোয়েল জোসেফ, হাইতির একজন সুপরিচিত রাজনীতিবিদ যাকে কর্তৃপক্ষ মোয়েসের হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে মনে করে তাকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন ( এফবিআই)’র অনুরোধে সেই সেনেটারকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সে বিষয়ে ব্রুকস মন্তব্য করতে অস্বীকৃতি জানান। এফবিআইও এই হত্যার তদন্ত করছে। জ্যামাইকায় জোসেফকে কোথায় গ্রেপ্তার করা হয়েছিল তা স্পষ্ট নয়।
৭ই জুলাই পোর্ট-অ-প্রিন্সের উপরে পাহাড়ে তার ব্যক্তিগত বাসভবনে অ্যাসল্ট রাইফেলে সজ্জিত আততায়ীরা মোয়েসকে গুলি করে হত্যা করে। তার পরপরই লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের বিভিন্ন দেশে ব্যাপক সন্ধান এবং তদন্ত শুরু হয়।
ময়েস হত্যার কয়েকদিন পরে তৎকালীন জাতীয় পুলিশ প্রধান লিওন চার্লস বলেন যে জোসেফ এই চক্রান্তের একজন মূল হোতা ছিলেন। অভিযোগ আছে যে তিনি অস্ত্র সরবরাহ করেছিলেন, বৈঠকের পরিকল্পনা করেছিলেন এবং পুলিশ তাকে খুঁজছিল।