অ্যাকসেসিবিলিটি লিংক

২০৩৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার আইনে স্বাক্ষর করলেন পুতিন


FILE - Vladimir Putin takes part in the signing ceremony of the general agreement between the All-Russian unions of trade unions, employers and the government of the Russian Federation, March 31, 2021. (Sputnik/Alexei Druzhinin/Kremlin via Reuters)
FILE - Vladimir Putin takes part in the signing ceremony of the general agreement between the All-Russian unions of trade unions, employers and the government of the Russian Federation, March 31, 2021. (Sputnik/Alexei Druzhinin/Kremlin via Reuters)

দীর্ঘদিন ক্ষমতায় থাকা বিষয়ক বিতর্কিত একটি প্রস্তাবকে আইনে পরিনত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যা তাঁকে ২০৩৬ সাল পর্যন্ত কার্যত ক্ষমতায় থাকার দ্বার উন্মুক্ত করে দিয়েছে।

প্রস্তাবটি , যা সম্প্রতি সংসদের নিম্ন ও উচ্চকক্ষের দ্বারা অনুমোদিত হয়েছে, তা এখন গত বছর ভোটারদের ভোটে অনুমোদিত নির্বাচনী আইনের সাংবিধানিক পরিবর্তনের সাথে যুক্ত হয়েছে।

বর্তমান নির্বাচনী আইনের অধীনে একজন রাষ্ট্রপতির টানা তৃতীয় বার ছয় বছরের মেয়াদে থাকা নিষিদ্ধ। পুতিন বর্তমানে পরপর দ্বিতীয় বার ছয় বছরের মেয়াদে রয়েছেন।

৬৮ বছর বয়সী রুশ নেতা ২০২০ সালে এই প্রস্তাব উত্থাপন করেন। ১৯৯৯ সাল থেকে রাশিয়ার প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন ভ্লাদিমির পুতিন।

XS
SM
MD
LG