অ্যাকসেসিবিলিটি লিংক

বেলারুশের প্রেসিডেন্ট কে পুতিনের বিলিয়ন ডলার ঋণ মঞ্জুর


Russia, Sochi, Belarus President Alexander Lukashenko and Russian President Vladimir Putin meet at the Sirius Educational Center in the Black sea resort
Russia, Sochi, Belarus President Alexander Lukashenko and Russian President Vladimir Putin meet at the Sirius Educational Center in the Black sea resort

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, বেলারুশে বিদ্রোহের তোপে জর্জরিত প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সমর্থনে দেশটির জন্য একশ পঞ্চাশ কোটি ডলার ঋণ মঞ্জুর করেছেন। উল্লেখ্য, তার বিরুদ্ধে গত মাসের নির্বাচনে কারচুপির অভিযোগে এবং মিনস্কে ক্ষমতা বহাল রাখার অভিযোগে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভকারীদের বিশাল বিক্ষোভে উত্তাল রয়েছে বেলারুশ।

এই দুই নেতা কৃষ্ণ সাগরের সোচি অবকাশ কেন্দ্রে প্রায় চার ঘন্টা ধরে বৈঠক করেন। পুতিন এ ঋণ সম্পর্কে তেমন কিছু জানাননি, তবে ক্রেমলিন থেকে বলা হয় যে, নতুন অর্থের কিছু অংশ আগে্র ঋণ পরিশোধ করতে ব্যবহৃত হবে। রাশিয়া আরও বলেছে, দুই প্রেসিডেন্ট বাণিজ্য সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছেন এবং জ্বালানি সরবরাহ নিয়ে আলোচনা করেছেন।

XS
SM
MD
LG