চার দিনব্যাপী এই ভার্চুয়াল সম্মেলনের প্রথম দিনের বক্তাদের মধ্যে ছিলেন নিউ ইয়র্কের গভর্নর এন্ড্রু কমো, সেনেটর বার্নি স্যান্ডারস এবং সাবেক ফাস্ট লেডি মিশেল ওবামা।
সেনেটর বার্নি স্যান্ডা্রস তার বক্তব্যে বলেছেন,
“ আমাদের দেশ এখন একটি নজিরহীন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা ১০০ বছরে সবচেয়ে খারাপ জনস্বাস্থ্য সংকট এর মুখোমুখি হয়েছি এবং আমেরিকার “দ্য গ্রেট ডিপ্রেশন” এর পরে এখন সবচেয়ে খারাপ অর্থনৈতিক পতনের মুখোমুখি হচ্ছি। জলবায়ু হুমকির মুখে পড়েছে। বর্ণবাদ -এর শিকার হচ্ছে জনগণ। এই সব কিছুর মধ্যে এ দেশের প্রেসিডেন্ট কেবল এই সংকট মোকাবেলায় অক্ষম তাই নয়, তিনি আমাদেরকে স্বৈরতান্ত্রিকতার পথে এগিয়ে নিয়ে গেছেন। তাই এই নির্বাচন আমাদের দেশের আধুনিক ইতিহাসে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই সংকট থেকে বেরিয়ে আসতে এবং গণতন্ত্রের জন্য লড়াই এবং গোঁড়ামির বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে প্রয়োজন জো বাইডেন-কে।“
সাবেক ফাস্ট লেডি মিশেল ওবামা বলেছেন,
“আমরা এখন একটি কঠিন সময় পার করছি। । আমি অনেকের সাথে সাক্ষাত করেছি, অনেকের গল্প শুনেছি এবং আপনারা আপনাদের পরিশ্রম, ঘাম এবং রক্তের বিনিময়ে পরবর্তী প্রজন্মের জন্য ভাল কিছু রেখে যেতে চান। এই প্রতিশ্রুতিই হচ্ছে আমেরিকার সাফল্যের গল্প। আর জনগনের এই ত্যাগকে সম্মান জানানোর জন্য প্রয়োজন নিষ্ঠাবান নেতৃত্বের। যা কিনা আমরা সঠিক নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে পারব। জনগনের চোখে ধুলো দিয়ে উতরে যাবার সময় এখন আর নেই। “
সম্মেলনের প্রথম দিন রিপাব্লিকান দলের সদস্য ওহাইও-র গভর্নর জন কেইসিক, জো বাইডেনকে সমর্থন জানিয়েছে্ন। তিনি বলেন, রিপাব্লিকান দলের আদর্শের প্রতি আমার আস্থা অটুট রয়েছে । তবে দেশের স্বার্থে ঐক্য ফিরিয়ে আনতে আমি মনে করি জো বাইডেনের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সারা দেশ থেকে যে সব ডেলিগেট ও বক্তা অংশ নিয়েছেন, তাদের মিলিত লক্ষ্য একটাই, আর তা হলো, তেশরা নভেম্বরের নির্বাচনে জো ববাইডেন-এর বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করাI
আশা করা হচ্ছে সম্মেলনের পরবর্তী অনুষ্ঠানগুলোতে ডেমোক্র্যাটিক দলের প্রাক্তন দুই প্রেসিডেন্ট, বারাক ওবামা ও বিল ক্লিনটনএবং ২০১৬ সালের প্রেসিডেন্ট পদপ্রার্থী, হিলারি ক্লিন্টনসহ বহু তারকা বক্তা জো বাইডেন ও তাঁর নির্বাচনী জুটি, সেনেটর, কমলা হ্যারিসের গুণাবলীর প্রশংসা করবেন তাঁদের ভাষণেI
কমলা হ্যারিসই হচ্ছেন প্রথম একজন কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ-এশিয় বংশোদ্ভূত প্রার্থী, যিনি বড় ধরণের কোন দলের হয়ে নির্বাচনে দাঁড়াচ্ছেনI করোনা সঙ্কটের কারণে জো বাইডেন, তাঁর ডেলাওয়্যার বাসভবন থেকে দলের মনোনয়ন গ্রহণ ও ভাষণ দেবেনI
অন্যদিকে রিপাবলিকান দলীয় কর্মকর্তা ওপ্রতিনিধিরা ২৪শে অগাস্ট নর্থ ক্যারোলিনার শার্লোটে সংক্ষিপ্ত এক সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পকে দ্বিতীয় দফা মনোনয়নের জন্য মিলিত হবেন। এবং ২৭শে অগাস্ট, প্রেসিডেন্ট ট্রাম্প, দ্বিতীয় দফা মনোনয়নের প্রস্তাব গ্রহণ করবেন হোয়াইট হাউসের দক্ষিণ লনে এক ভাষণের মাধ্যমেI