শনিবার ছিল স্রেব্রেনিৎজা হত্যাকাণ্ডের ২৫তম বার্ষিকী I বসনিয়ান সার্ব মিলিটারি বাহিনী ১৯৯৫ সালের এ দিনে ৮০০০ পুরুষ ও যুবকদের হত্যা করেছিল I প্রতি বছর তাদের স্মরণে জনতা স্রেব্রেনিৎজা পোটকারী এবং বসনিয়া হার্জেগোভিনার কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করে আসছেন I তবে করোনা সঙ্কটের কারণে এ বছর লোক সমাগম ছিল সীমিত I
যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী ,মাইক পম্পেও ভিডিও বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র সেই বিয়োগাত্মক ঘটনা কোনোদিন ভুলবে না I যুক্তরাষ্ট্র বন্ধু-প্রতিম দেশ, বসনিয়া হার্জে-গোভিনার বন্ধুদের, তাদের পরিবার-পরিজনদের শোকে আজ সামিল হতে চায় I