অ্যাকসেসিবিলিটি লিংক

কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের কেনো এই অভিযান?


গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক।

গত ৯ অক্টোবর সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। অভিযানে তুর্কি বাহিনীর লক্ষ্য, ওই অঞ্চল কুর্দি নেতৃত্বাধীন মিলিশিয়ামুক্ত করা। তুরস্কে অবস্থানরত ৩৬ লাখ শরণার্থীর জন্য বাসস্থান নির্মাণ করা।

উত্তর সিরিয়ায় তুরস্কের সেনা অভিযানের ফলে সেখানকার একটি শিবিরে থাকা কয়েকশ সন্দেহভাজন ইসলামিক স্টেট ও তাদের পরিবারের সদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছেন কুর্দিশ কর্মকর্তারা।

এনি ইসা ক্যাম্প নামের শিবিরের উপ প্রধান জেলাল আয়াফ বলেন ধারনা করা হচ্ছে ৮৫০ জন বিদেশী এই শিবির থেকে পালিয়ে যান, যাদের সঙ্গে আইএসের যোগাযোগ ছিলো। ধারণা করা হয় তারা ব্রিটেন, আয়ারল্যান্ড, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও ভারতের নাগরিক

আমেরিকা ইউরোপসহ সারা বিশ্ব এর নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছে। কুর্দিদের বিরুদ্ধে তুরস্কের কেনো এই অভিযান? এ প্রশ্নের উত্তর খুঁজতে আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানাই তিনজন বিশ্লেষককে।

আলোচনা শুনুন নিউইয়র্কে বসবাসরত সিনিয়র সাংবাদিক সৈয়দ মোহাম্ম উল্লাহ, আমেরিকান ইউনিভার্সটি সিস্টেমের এ্যাডজাংক প্রফেসর ড. সাইদ ইফতেখার আহমেদ এবং সাভঅন্নাহ ষ্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতার অধ্যাপক ড. সেরাজুল ইসলাম ভূইয়ার কাছে।

please wait

No media source currently available

0:00 0:35:47 0:00



XS
SM
MD
LG