২৬শে অগাষ্ট যুক্তরাষ্ট্রের নারী সমতা দিবস। সংবিধানের ১৯তম শংশোধনীর মাধ্যমে সারীদের ভোটাধিকার নিশ্চিত হওয়ার কারনে দিনটিকে নারী সমতা দিবস পালন করা হয়।
যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ায় কুয়াকার পরিবারের এলিস পল নামের এক নারীর সংগ্রাম লেখা আছে এর সাথে। মা টেসি পেরি পলের সঙ্গে ভোটাধিকার বিষয়ক কিছু মিটিং এ গিয়ে এর প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হয়। পরে লেখাপড়ে শেষ করে ১৯১৩ সালে ওয়াশিংটনে ৩রা মার্চ প্রেসিডেন্ট উড্রো উইলসনের অভিষেকের আগের দিন নারী ভোটাধিকারের দাবীতে বিক্ষোভ করেন।
প্রায় ৮ হাজার নারী তাতে যোগ দেন। পেনসেলভেনিয়া এভিনিউ ধরে মিছিল করে ক্যাপিটল হিল হয়ে হোয়াইট হাউজ যান তারা। চার বছর ধরে নানাভাবে দাভী তোলেন। কাজ হয়না। পরে ১ হাজার নারী ঐলিস পলের নেতৃত্বে সাইলেন্ট সেন্টেনিয়াল নামে ১৮ মাসের কর্মসূচী হাতে নেন নানা ধরনের প্রতিবাদের। তারই সূত্র ধরে ভোটাধিকার ও নারী সমতা দিবসের শুরু।
এসব নিয়ে আজকের আলোচনায় অংশ নেন ঢাকা থেকে জাতীয় প্রেস ক্লঅবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, কলকাতা থেকে মনোবিজ্ঞানী লোপামুদ্রা ভৌমিক ও নিউইয়র্ক থেকে মানবাধিকার কর্মী রোকেয়া আকতার।