গত শুক্রবার যুক্তরাষ্ট্র মাঝারি পাল্লার পরমাণু শক্তি চুক্তি থেকে বেরিয়ে এসছে যাতে করে যুক্তরাষ্ট্র নিজেদের ক্ষেপনাস্ত্র তৈরি করতে পারে। পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও বলেছেন যে রাশিয়া নিজেই এই চুক্তি মেনে চলছে না এবং যুক্তরাষ্ট্র এমন কোন চুক্তির অংশ হতে পারে না, যা রাশিয়া ইচ্ছাকৃত ভাবে রাশিয়া লংঘন করে চলছে। এখন প্রশ্ন উঠছে যে পারমানবিক ক্ষেপনাস্ত্র তৈরির এই প্রতিযোগিতায় বিশ্বের নিরাপত্তা পরিস্থিতি কোন দিকে যাবে? এই নিরাপত্তার আশংকা কি কেবল ইউরোপ কিংবা মধ্য প্রাচ্যকে কেন্দ্র করে, নাকি এটি এশিয়ায় ও প্রভাব ফেলবে? এই সব উদ্বেগ উৎকন্ঠার বিশ্লেষণাত্মক জবাব দিয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির গর্ভর্ণমেন্ট এন্ড পলিটিক্স বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসার আলী রীয়াজ। আর তাঁর সঙ্গে ওয়াশিংটন স্টুডিও থেকে কথা বলেছেন, আনিস আহমেদ।