সোফিয়া লিসেংকো যখন মাত্র তিন বছরের শিশু, বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসে। এখন সে ১৭ বছর বয়সী তরুণী। আমেরিকার বড়ো বড়ো ফার্মাসিউটিক্যাল কোম্পানীগুলো এখন লাইন দিয়েছে সোফিয়ার পেছনে। কারন সোফিয়া আবিস্কার করেছে এমন একটি কৃত্রিম ম্যাক্রোমলিকুল রোবোট, যে অলজাইমার্স এবং পারকিনসন্স রোগীর মস্তিস্কের কোষে সরাসরি ওষুধ পৌঁছে দিতে পারে।
সোফিয়া লিসেংকো যখন মাত্র তিন বছরের শিশু, বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসে। এখন সে ১৭ বছর বয়সী তরুণী।