অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন : ব্রেক্সিট এবং ইউরোপের আর্থ-রাজনৈতিক বাস্তবতা


আজকে আপনাদের জিজ্ঞাসা আর আমাদের প্যানেলিস্টদের জবাবের এই আয়োজন হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে ব্রেক্সিট এবং ইউরোপের আর্থ-রাজনৈতিক বাস্তবতআজ টেলিসম্মিলনী লাইনে আমাদের অতিথি প্যানেলে রয়েছেন নিউ ইয়র্ক থেকে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সাবেক কর্মকর্তা , বিশিষ্টঅর্থনীতিবিদ, ড সেলিম জাহান,আছেন ঢাকা থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন, এবং লন্ডন থেকে সংবাদ বিশ্লেষক সুজা মাহমুদ । তা ছাড়া ব্রেক্সিট ও ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে এই অনুষ্ঠানে মন্তব্য করেছেন লন্ডনের কবি ও কলামিস্ট শামিম আজাদ এবং লন্ডনের জনমত পত্রিকার প্রধান সম্পাদক নাহাস পাশা।

যেমনটি আমরা জানি যে ব্রিটেনে এবং ইউরোপে সম্প্রতি দুটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে। প্রথমত ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরিজা মে , তাঁর ব্রেক্সিট বাস্তবায়নের প্রস্তাব সংসদে অনুমোদন করাতে উপর্যুপরি ব্যর্থতার পর , পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন । সাতই জুনের পর নতুন প্রধান মন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি অস্থায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জটিলতা সৃষ্টি করেছে। দ্বিতীয়ত ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ব্রিটেনের নবগঠিত ব্রেক্সিট পার্টি ২১ টি আসন পাওয়ায় এবং ইউরোপীয় পার্লামেন্টে জার্মানি ও ফ্রান্সের গ্রীন পার্টির সংখ্যাগরিষ্ঠতা মধ্যপন্থি দলগুলো কোণঠাসা করেছে। তবে এই সব ঘটনা এক দিকে যেমন উগ্র জাতীয়তাবাদের ব্যাপারে সতর্ক করে দেয়, তেমনি এর অর্থনৈতিক মাত্রাটিও কিন্তু প্রণিধানযোগ্য। এর ইতিবাচক দিক হচ্ছে পরিবেশ সচেতনতা। তবে সেই সচতনতাও একধরণের চরম মতবাদের জন্ম দিচ্ছে।আর এই সব বিষয় নিয়েই আমাদের আজকের কল ইন শো।

please wait

No media source currently available

0:00 0:43:52 0:00

XS
SM
MD
LG