আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। সারা বিশ্বে এ দিনটিকে বলা হয় ‘আর্থ ডে’। পৃথিবীকে নিরাপদ এবং বসবাসযোগ্য রাখতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশেও আজ এই দিনটি পালন করা হয়েছে।আমাদের চারপাশের পরিবেশের খুবই নাজুক অবস্থা। যা ছাড়িয়ে যাচ্ছে পেছনের সব রেকর্ড। সবারই পুরো পৃথিবী ও পরিবেশের দিকে বাড়তি ও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে জলবায়ু পরিবর্তনে বিভিন্ন দেশ এখন প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত।বর্তমানে বাংলাদেশে পরিবেশের কি অবস্থা যানতে চাইলে, বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রেজওয়ানা হাসান বলেন-বাংলাদেশের বায়ু সবচাইতে বেশী দূষিত।১৯৭০ সালের ২২ এপ্রিল সর্বপ্রথম আজকের দিনটির সূচনা হয়। যার পরিসর দিনে দিনে ছড়িয়ে পড়ায় বর্তমানে মোট ১৯৩টি দেশে পালন করা হয় আজকের দিনটি।
ওদিকে আজ বিশ্ব ধরিত্রী দিবসে টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ধরিত্রীর মঙ্গলের জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। কলকাতা থেকে পরমাশিষ ঘোষ রায়।