বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী নির্যাতনকারীদের সামাজিকভাবে প্রতিহত করার আহ্বান জানিয়ে বলেছেন শুধু আইন করে সমাজে নারীর প্রতি সহিংসতা বন্ধ করা যাবেনা। শনিবার ঢাকায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন নারী নির্যাতন কারীদের আসল চেহারা সমাজের কাছে উম্মচিত করতে হবে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে পারে। তিনি বলেন সমাজ অগ্রসর হলেও ধর্মের দোহাই দিয়ে নারী শিক্ষার বিরোধিতাও হয় এই দেশে। নিজেদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে নারীদের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন নারীর সম্মান ও প্রাপ্য নিশ্চিত করতে সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে শেখ হাসিনা নানা প্রতিবন্ধকতা উপেক্ষা করে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত ৫ নারীকে জয়িতা সম্মাননা তুলে দেন।