গণফোরামের দুই এমপি আগামীকাল ৭ই মার্চ শপথ নেয়ার কথা ছিল। সে রকম প্রস্তুতিও নিয়েছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মোকাব্বির খান। তারা স্পিকার বরাবর চিঠিও দিয়েছিলেন। স্পিকার অফিস থেকে তাদেরকে সময়ও জানানো হয়। এই পর্যায়ে হঠাৎ করে ছন্দপতন।
সুলতান মনসুর কাল শপথ নিচ্ছেন। মোকাব্বির খান যাচ্ছেন না। সংবাদ মাধ্যমকে মোকাব্বির বলেছেন, দলের সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে তার বৈঠকের পর সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। গণফোরাম দলীয়ভাবে শপথের বিপক্ষে অবস্থান নিয়েছে। গণফোরাম সুলতান মনসুর সম্পর্কে কোন সিদ্ধান্ত নেয়নি। তবে দলটির দায়িত্বশীল একাধিক নেতা জানিয়েছেন, সুলতান মনসুর শপথ নিলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী