বাংলাদেশের উত্তরাঞ্চলের সরকারি গুদামের বাইরে দীর্ঘ ছয় বছর ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকা সার জোর করে ডিলারদের নিতে বাধ্য করা হচ্ছে। ফলে বৃহস্পতিবার গুদামে ৫ ঘন্টা অবস্থান করে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গার ডিলাররা। পরে গুদাম কর্তৃপক্ষের সাথে সমঝোতা বৈঠকে নস্ট সার কিনতে রাজি হয়েছেন ডিলাররা। বিস্তারিত জানাচ্ছেন বগুড়া সংবাদদাতা প্রতীক ওমর।