অ্যাকসেসিবিলিটি লিংক

ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে ড. সাঈদ ইফতেখার আহমেদের বিশ্লেষণ


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ফিনল্যান্ডে। হেলসিংকিতে তাঁর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin-এর শীর্ষ বৈঠক উপলক্ষে, সূচনা পর্বে দু’রাষ্ট্র প্রধানের মধ্যেকার একান্ত আলোচনার পর শুরু হয় – দু’দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক সংলাপ। বিষয়টি নিয়ে আমরা এখন কথা বলবো American Public University System-এর Security Studies Department-এর এ্যাডজাংক্ট ফ্যাকাল্টী, রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক, প্রফেসর সাঈদ ইফতেখার আহমেদের সঙ্গে। ভয়েস অফ এ্যামেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা ব’লছেন সরকার কবীরুদ্দীন।

please wait

No media source currently available

0:00 0:11:48 0:00

XS
SM
MD
LG