বিদেশে বিপুল সম্পদের হিসাব দিতে না পারায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে ১০ বছরের জেল এবং ১০.৫ মিলিয়ন বা ১০ কোটি ৫০ লক্ষ ডলার জরিমানা করেছে দুর্নিতী দমন আদালত।
একই অভিযোগে তাঁর কন্যা মারিয়াম নাওয়াজ’কে সাত বছরের জেল এবং ২৫ লক্ষ ডলার জরিমানা করা হয়েছে।
সরকারী আইনজীবি সরদার মুজাফ্ফার আব্বাসী সাংবাদিকদের বলেন তাদের সম্পদ সরকারী কব্জায় নেয়ার আদেশ দিয়েছেন আদালত। ঐসব সম্পত্তির কিছু লন্ডনে রয়েছে।
নাওয়াজ শরীফ ও মারিয়াম লন্ডনে অবস্থান করছেন। সেখানে তাঁর স্ত্রী কুলসুমের ক্যান্সার চিকিৎসা চলছে।
শরীফের ছোট ভাই শেহবাজ তার দল পাকিস্তান মুসলীম লীগ- নাওয়াজ এর নেতৃত্ব দিচ্ছেন। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন দেশের রাজনীতির ইতিহাসের কালো অধ্যায় এখন।
২০১৭ সালে দুর্নিতীর অভিযোগে, আদালতের রায়ে নাওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয়েছিল।