যুক্তরাষ্ট্রের চারজন সেনেটর সোমবার যৌন অসদাচারনের অভিযোগে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে পদত্যাগ করার আহবান জানিয়েছেন।
সিএনএন'কে দেওয়া এক সাক্ষাৎকারে নিউইয়র্কের ডেমোক্র্যাট সেনেটর Kirsten Gillibrand বলেন "প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পদত্যাগ করা উচিৎ। এই অভিযোগ বিশ্বাসযোগ্য; আমি এইসব মহিলাদের সাক্ষ্য শুনেছি এবং তাদের অনেকের কথা হৃদয়বিদারক।"
অপর তিনজন সেনেটর Bernie Sanders, Jeff Merkley, Cory Booker যৌন অসদাচারনের অভিযোগে সেনেটর Al Franken এর পদত্যাগের ঘোষনার পর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকেও তা অনুসরনের আহবান জানান।