ছয়টি শর্তে আওয়ামী লীগ ও বিএনপিকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
৫ই জানুয়ারির বিতর্কিত নির্বাচনের দুই বছর পূর্তি উপলক্ষে দু’দলই পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছিল। এ কারণে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ। এখন দু’দলকেই নিজেদের অফিসের সামনে সমাবেশ করতে হবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া এক সংবাদ সম্মেলনে শর্তগুলোর কথা জানান। পুলিশ কমিশনার জানান, দু’দলকেই বেলা ২টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। দু’দলই উল্লেখিত শর্তগুলো মেনে আগামীকাল সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে।