অন্যান্য প্রতিষ্ঠানের মতো প্রয়োজনবোধে বিচার বিভাগেরও ন্যায্য সমালোচনা হতে পারে
বলে মন্তব্য করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে তিনি মনে
করেন অনুচিত অথবা দায়িত্বহীন সমালোচনা বিচার বিভাগের জন্য অপূরণীয় ক্ষতি বয়ে আনবে।
শনিবার ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপি আয়োজিত
'ডিজিটাইজেশন অব বাংলাদেশ জুডিশিয়ারি’ শীর্ষক এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আইনের শাসন এবং এ বিষয়টি
মাথায় রেখেই সকল সিদ্ধান্ত নেয়া উচিৎ।
জহুরুল আলম
ঢ।কা, বাংলাদেশ।