অ্যাকসেসিবিলিটি লিংক

ইসরায়েল গাজা ভূখন্ডে ১০টি স্থানে বিমান হামলা চালিয়েছে


Mideast Israel Palestinians
Mideast Israel Palestinians

ইসরায়েল বলেছে রবিবার তারা গাজা ভূখন্ডে ১০টি স্থানে বিমান হামলা চালিয়েছে। খুব ভোরে পরিচালিত ওই আক্রমন চালানো হয় সেই সব স্থানে যেখান থেকে ইসরায়েলি সেনা বাহিনী বলেছে ফিলিস্তিনীরা রকেট নিক্ষেপ করে।

ইসরায়েলি পুলিশ এবং ফিলিস্তিনী প্রতিবাদকারীদের মধ্যে পূর্ব জেরুসালেমে এবং অন্যান্য শহরে কয়েকদিন ধরে সংঘর্ষ চলছে।

তিন ইসরায়েলি কিশোর জুন মাসে পশ্চিমতট থেকে অপহৃত হওয়ার পর এবং পরে তাদের মৃত দেহ পাওয়ার পর থেকে উত্তেজনা বৃদ্ধি পায়। ইসরায়েল চরমপন্থী গ্রুপ হামাস কে দোষারোপ করে অপহরণ ও হত্যাকান্ডের জন্য।

ফিলিস্তিনী অ্যাটর্নী জেনারেল বলেছেন এক আরব কিশোরকে যে প্রতিশোধমূলক হামলায় হত্যা করা হয় বলে সন্দেহ করা হয়, ময়না তদন্তে দেখা যায় তাকে পুড়িয়ে মারা হয়।

XS
SM
MD
LG