বাংলাদেশ আপাতত: ইরাকে শ্রমিক পাঠানো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার বর্তমান সংঘাতময় পরিস্থিতির কারণে। সরকার বলছে- ইরাকে বাংলাদেশের শ্রমিক রয়েছেন চোদ্দ হাজার ।শরনার্থী ও অভিবাসন গবেষনা সংস্থা RAMRU-র হিসেবে অবৈধ ব্যবস্থায় যাওয়া শ্রমিকদের মিলিয়ে এ সংখ্যা হবে প্রায় পঁয়ত্রিশ হাজার। এসব নিয়ে ঐ গবেষনা প্রতিষ্ঠানটির প্রধান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসার তাসনীম সিদ্দিকীর মন্তব্যসহ ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরূ।
নারায়নগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেইনকে আট দিনের রিমান্ডে নিয়েছে ভারতে, পশ্চিম বঙ্গের পুলিশ। জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী।
বাংলাদেশে, মধ্যপ্রাচ্য Respiratory Syndrom বা MERS রোগে আক্রান্ত প্রথম এক রোগিকে সনাক্ত করা গিয়েছে- প্রাণঘাতি এ রোগের উত্পত্তিস্থল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য বলে জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ তাঁর প্রতিবেদনে।
নারায়নগঞ্জের সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেইনকে আট দিনের রিমান্ডে নিয়েছে ভারতে, পশ্চিম বঙ্গের পুলিশ। জানাচ্ছেন ঢাকা থেকে মতিয়ুর রহমান চৌধুরী।
বাংলাদেশে, মধ্যপ্রাচ্য Respiratory Syndrom বা MERS রোগে আক্রান্ত প্রথম এক রোগিকে সনাক্ত করা গিয়েছে- প্রাণঘাতি এ রোগের উত্পত্তিস্থল সৌদি আরব সহ মধ্যপ্রাচ্য বলে জানাচ্ছেন ঢাকা থেকে আমির খসরূ তাঁর প্রতিবেদনে।