ঢাকায়,যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মোজিনা বলেছেন-বাংলাদেশের গূম-খুন-বিচার বহির্ভূত হত্যাকান্ড-এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। পাঁচ জানুয়ারির নির্বাচন সম্পর্কে যুক্তরাষ্ট্রের মনোভাবের কোনো পরিবর্তন হয়নি।ভারতের সঙ্গে সম্পর্কের উন্নয়নে উভয় পক্ষ উপকৃত হতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন ঢাকায় এক আলোচনা অনুষ্ঠানে- জানাচ্ছেন সংবাদদাতা আমির খসরূ ঢাকা থেকে পাঠানো প্রতিবেদনে।
বাংলাদেশের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের এক শ’ পনেরো তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো সারা বাংলাদেশে আজ ১১ জৈষ্ঠ রবিবার- জানাচ্ছেন জহূরুল আলম ঢাকা থেকে।
বাংলাদেশের জাতীয় কবি কাজি নজরুল ইসলামের এক শ’ পনেরো তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো সারা বাংলাদেশে আজ ১১ জৈষ্ঠ রবিবার- জানাচ্ছেন জহূরুল আলম ঢাকা থেকে।