ইংরেজি ভাষা শেখার এই অনুষ্ঠানে আমরা প্রাথমিক পর্যায়ের ভাষা শিক্ষার দিকে আলোকপাত করছি যেখানে মূলত Parts of Speech কিছু বৈশিষ্ট তুলে ধরা হচ্ছে । আজকের এই অনুষ্ঠানে বিশেষ্যের বা noun এর প্রকার ভেদের উপর আলোকপাত করা হয়েছে ।
আনিস : ইংরেজি শেখার এই সাপ্তাহিক আয়োজন Talk 2 Us ‘এ আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম , আর আমার সঙ্গে রয়েছে শতরূপা বড়ুয়া:
শতরূপা: শুভেচ্ছা , স্বাগতম আমার তরফ থেকেও ।
আনিস : গত সপ্তায় আমরা Gentleman ও Lady এই দুটি খুব সহজ noun নিয়ে আলোচনা করেছিলাম এবং তুমি স্বাগত জানিয়েছিলে আমাদের অনুষ্ঠানে। আজ না হয় পড়া ঝালাই করার সুবাদে অনুষ্ঠানের একেবারে গোড়াতেই শোনা যাক , সেই কথা।
শতরূপা : কোন কথা ?
আনিস : সেই সম্ভাষণের কথা।
শতরূপা : Ladies and Gentlemen , You’re welcome to the program
আনিস : একদম যুৎসই বাক্য। হ্যা , আমরা স্বাগত জানাচ্ছি ভদ্রমহিলা , ভদ্রমহোদয় , এবং সকলেই আজকের অনুষ্ঠানে।
শতরূপা : আজ তা হলে কোন বিষয়ে আমরা আলোকপাত করবো ?
আনিস আজও আমরা অন্য কয়েকটি noun নিয়ে কথা বলবো একটি বহুল ব্যবহৃত Noun : Guy . এই শব্দটির অর্থ ছেলে। এক সময় শব্দটা খুব একটা ভদ্র অর্থে ব্যবহৃত হতো না । অনেকটা ছেলে-ছোকরা অর্থে ব্যবহার করা হতো কিন্তু এখন এর বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। এই শব্দটা নিয়ে শতরূপা , তুমি একটা বাক্য তৈরি করো তো .....
শতরূপা : The guy who works for the grocery store is very helpful.
আনিস : বাঃ একদম ঠিক বাক্য।
শতরূপা : কিন্তু আমার তো একটা কথা জানার ছিলো ?
আনিস : কি কথা ?
শতরূপা : Guy এই শব্দটা কি শুধু ছেলেদের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। আমি কিন্তু শুনেছি মেয়েদের ক্ষেত্রে ও ব্যবহার হতে।
আনিস : যেমন ?
শতরূপা : যেমন ধরুন আমরা কয়েক জন বান্ধবী হয়ত বসে আছি ক্যাফেট্যারিয়ায় । অন্য এক বান্ধবী এসে বললো , Hi guys , what are you doing here ?
আনিস : হ্যাঁ , এ রকম ব্যবহার আছে খুব colloquial বা চলতি American Engish ‘এ । সুতরাং এ বাক্যটিও ভুল নয়। তবে সাধারণ ভাবে Guy শব্দটা ছেলেদের ক্ষেত্রে
খানিকটা informal অর্থে ব্যবহার করা হয়। তবে , শতরূপা তুমি কি জানো যে Guy শব্দটা কেবল Noun নয় , শব্দটা Verb হিসেবে ও ব্যবহার করা যায় ।
শতরূপা : তাই নাকি ? এ রকম ব্যববহারতো শুনিনি আগে ।
আনিস: হ্যাঁ , এটা খুব প্রচলিত ব্যবহার নয়। মজা করা বা fun করা অর্থে । যেমন ধরো এই বাক্যটি :
He didn’t realize, he was guying the whole idea.
শতরূপা : মানে ?
আনিস : মানেটা হলো , সে বুঝতেই পারেনি যে আমি তার পুরো ধারণাটা নিয়েই মজা করছিলাম।
শতরূপা : হ্যাঁ Guy শব্দটার এই ব্যবহার একেবারেই অজানা ছিলো।
আনিস : এবারের শব্দটি ও খুব সোজা। এর অনেক ব্যবহার হয়ত শুনেছো , শব্দটি হলো Kid
শতরূপা : হ্যাঁ , Kid মানেতো শিশু ।
আনিস : এটাই এখন সব চেয়ে প্রচলিত অর্থ , বিশেষত American Informal English এ। ব্রিটিশ ইংলিশে Kid শব্দটির প্রচলন কম। সেখানে অবশ্য সাধারণত Child শব্দটিই ব্যবহৃত হয় । আচ্ছা Kid দিয়ে একটি বাক্য তৈরি করো দেখি
শতরূপা : The kids in the playground were making a lot of noise .
আনিস : হ্যাঁ । একদম ঠিক বাক্য হয়েছে , তোমার। আচ্ছা , তুমি কি জানো এই Kid শব্দটি আবার verb হিসেবে ও ব্যবহার করা যায়।
শতরূপা : সেটা কি রকম ?
আনিস : কেন Kidding শব্দটা শোনোনি ?
শতরূপা : ও হ্যাঁ । শুনেছিতো। কিন্তু ঠিক মানেটা বোঝা যায়নি ?
আনিস : Kidding অর্থ হচ্ছে ছেলেমানুষী করা , কিংবা মজা করা , ঠাট্টা করা , এরকম অর্থে । এবার শতরূপা , এই শব্দটি দিয়ে একটা sentence তৈরি করোতো ?
শতরূপা : He likes kidding with kids.
আনিস : বাঃ খুব চমৎকার বাক্য হয়েছেতো । তবে শুধু kid দের সঙ্গে নয় , বড়দের সঙ্গেও লোকে Kidding করতে পারে , মানে মজা করতে পারে আর কী। তবে আরেকটা মজার কথা কি জানো ?
শতরূপা : কি ?
আনিস : এই Kid শব্দটার আরেকটা মানে ও আছে কিন্তু , এবং সেটাই শব্দটার একেবারে আদি অর্থ।
শতরূপা : কি মানে ?
আনিস : Kid শব্দটার মূল মানে হচ্ছে ছাগল ছানা।
শতরূপা: হ্যাঁ তাইতো। ছোটবেলা তেমনটিই তো শিখেছিলাম। আরেকটা মজার শব্দ আছে ইংরেজিতে .....
আনিস : কোন শব্দটা ?
শতরূপা : Tomboy
আনিস : এটা সত্যিই একটা মজার শব্দ। এমনিতে শুনলে মনে হবে , শব্দটি কোন ছেলেকে বোঝাতে বলা হয়েছে।
শতরূপা : হ্যাঁ মনে হয় টম নামের কোন ছেলের কথা।
আনিস : না , আসলে , যে সব মেয়ে ছেলেদের খেলা ভালো বাসে কিংবা ছেলেদের মত দূরন্তপণা করে তাদেরকেই টম বয় বলা হয়।
শতরূপা : এর বাংলাটা কি যেন ?
আনিস : এর ঠিক ও রকম বাংলা নেই। কিন্তু গেছো মেয়েতো বলাই যায়। একটা বাক্য তৈরি করোতো এই Tomboy শব্দটি নিয়ে
শতরূপা : When Eliza was ten years old, she was a real Tomboy.
আনিস : বাঃ খুব চমৎকার বাক্য। তবে এবার উঠতে হচ্ছে Talk 2 Us ‘এর এই সঙ্কলন থেকে।
শতরূপা: হ্যাঁ, আমি শতরূপা বড়ুয়া
আনিস : এবং আনিস আহমেদ আপনাদের জন্যে রেখে যাচ্ছি অনেক অনেক শুভকামনা।