অ্যাকসেসিবিলিটি লিংক

মিশর পরিস্থিতির মূল্যায়ন করলেন ড: জিল্লুর রহমান খান


জনগণের ভোটে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রেসিডেণ্ট মোহামেদ মোরসীকে হঠিয়ে সামরিক নেতাদের ক্ষমতা দখল, সূপ্রিম সাংবিধানিক আদালতের প্রধান বিচারপতিকে সে যায়গায় বসানো – এ যাবত তিন ডজন মানুষের প্রাণ বিনাশ – মোরসী বিরোধিরা একে বিপ্লব বলছে – মোরসী সমর্থকেরা বলছে অভ্যুত্থান। যুক্তরাষ্ট্র, কোনো পক্ষের সঙ্গেই একাত্মতা জানাচ্ছেনা। এসব বিষয়ে নিয়ে মূল্যায়ন করলেন ড: জিল্লুর রহমান খান এক সাক্ষাৎকারে। তিনি একজন রাজনৈতিক বিশ্লষক, উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের রোসবুশ প্রফেশর।

তার সাক্ষাৎকার নেন সরকার কবীরুদ্দীন।
please wait
Embed

No media source currently available

0:00 0:04:27 0:00
সরাসরি লিংক
XS
SM
MD
LG