অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের মহাসচিব সিরিয়ার বিবদমান দলগুলোর প্রতি লড়াই থামানোর আহ্বান জানিয়েছেন


জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়ার বিবদমান দলগুলোর প্রতি লড়াই থামানোর আহ্বান জানিয়েছেন। তিনি দেশের পরিস্থিতি বিপর্যয়কর বলে আখ্যায়িত করেছেন।

বুধবার কুয়েতে এক সম্মেলনে বান অই আবেদন জানান। সেখানে জাতিসংঘের মানবিক সংস্থা সিরিয়ার শরনার্থীদের সাহায্য করার জন্য দেড়শো কোটি ডলার সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।

কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত ৩০ কোটি ডলার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এই সম্মেলনের একদিন আগে সিরিয়ায় জাতিসংঘ ও আরব লীগের দূত লাখদার ব্রাহিমী কার্যব্য্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহ্বান জানান। তিনি সতর্ক করে দেন যে সিরিয়া ভেঙ্গে পড়ছে।
XS
SM
MD
LG