অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং এর গণতন্ত্রপন্থী প্রার্থীরা স্থানীয় নির্বাচনে বিপুল ভোটাধিক্যে জয়লাভ করেছে


A pro-democracy supporter (C) opens a bottle of champagne outside a polling station to celebrate after a pro-Beijing lost a seat in district council elections, in Hong Kong, early Nov. 25, 2019.
A pro-democracy supporter (C) opens a bottle of champagne outside a polling station to celebrate after a pro-Beijing lost a seat in district council elections, in Hong Kong, early Nov. 25, 2019.

হংকং এর গণতন্ত্রপন্থী প্রার্থীরা রবিবার স্থানীয় নির্বাচনে বিপুল ভোটাধিক্যে জয়লাভ করেন। রেকর্ড নম্বর সংখ্যায় ভোটাররা বেজিং এর বিপক্ষে ভোট দেওয়ার ইঙ্গিতই এতে পাওয়া যায় বলে মনে করা হচ্ছে।

RTHK বার্তা মাধ্যমে বলা হচ্ছে বিরোধী প্রার্থীরা প্রায় ৯০ শতাংশ আসন পেয়েছে। ডেমোক্র্যাটরা ১৮টি জেলা পরিষদের ১৭টি নিয়ন্ত্রণ করবে। ডেমোক্র্যাটরা এর আগে একটি জেলাও নিয়ন্ত্রণ করতো না।

হংকংয়ে কয়েকমাস ধরে চলা বিক্ষোভ-সংঘর্ষর পর নির্বাচনের এ ফল নেতা ক্যারি লামের নেতৃত্বে আঘাত এবং বিক্ষোভকারীদের আন্দোলনে জনসমর্থনেরই বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে।।

XS
SM
MD
LG