অ্যাকসেসিবিলিটি লিংক

অভিশংসন বিচারে দোষী সাব্যস্ত হলে কি হবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের


অভিশংসন বিচারে দোষী হলে কি হবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের
অভিশংসন বিচারে দোষী হলে কি হবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় অভিশংসনের বিচারের মধ্যে দিয়ে গত ৬ই জানুয়ারী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে তার সমর্থকদেরকে দিয়ে বিদ্রোহ প্ররোচিত করেছিলেন কিনা তা প্রমাণিত হবে।   

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক দ্বিতীয় অভিশংসনের বিচারের মধ্যে দিয়ে গত ৬ই জানুয়ারী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্যাপিটালে তার সমর্থকদেরকে দিয়ে বিদ্রোহ প্ররোচিত করেছিলেন কিনা তা প্রমাণিত হবে।

জানুয়ারির ক্যাপিটালে মারাত্মক ঘটনার বিষয়টি এখন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোন ঘটনা জার জন্যে - সেনেটে কোন প্রাক্তন প্রেসিডেন্ট বিচারের সম্মুখীন হলেন।

অভিশংসনের বিচার দোষী হলে কি হবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের
please wait

No media source currently available

0:00 0:02:43 0:00

সেদিনের সেই ঘটনায় জনতাকে উসকে দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে।

২০২০ সালের নির্বাচনে তিনি জয়ী হয়েছেন বলে মিথ্যা দাবি করার পর এবং সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার সমর্থকদের ইলেকটোরাল কলেজের ফলাফল জো বাইডেনের পক্ষে যেন না যায় সেজন্য লড়াইয়ের আহ্বান জানান।

সিনেট মেজরিটি লিডার চাক শুমার বলেন, "আমেরিকার ইতিহাসে আমেরিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ আনা হয়েছে।"

৬ই জানুয়ারির দাঙ্গার সাথে জড়িত সন্দেহে দুই শতাধিক লোককে অভিযুক্ত করা হয়েছে। আইন প্রণেতারা সতর্ক করেছেন যে অভ্যন্তরীণ উগ্রবাদ এবং প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহারের জন্য অনুপ্রেরণা হিসাবে দিনটি যেন প্রতিষ্ঠা না পায়।

হাউস ইমপিচমেন্ট ম্যানেজার জেমি রাসকিন বলেন, "এটি আমেরিকার ভবিষ্যত হতে পারে না। প্রেসিডেন্ট আমাদের সরকার ও আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনসমাবেশকে উস্কে দেবে, উত্তেজিত করবে তা আমরা মেনে নিতে পারি না। তারা জনগণের মতামত মানতে অস্বীকার করে।"

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ড বলছে ৬ই জানুয়ারির হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের ক্যাপিটলের অতিরিক্ত সুরক্ষায় প্রায় অর্ধ বিলিয়ন ডলার ব্যয় হবে।

বিচারের প্রথম দিনেই ডেমোক্র্যাটরা ট্রাম্পের দোষের পক্ষে তাদের যুক্তি তুলে ধরেন

ডেমোক্র্যাট ডেভিড সিসিলিন বলেন, “আমরা প্রমাণ দিয়ে প্রমাণ করব যে প্রেসিডেন্ট ট্রাম্প এককভাবে এবং সরাসরি ক্যাপিটল হিলে আক্রমণকে উস্কে দেওয়ার জন্য প্রত্যক্ষ দায়ী।"

বিচারে যুক্তি তোলা হয় যে ট্রাম্প এখন আর প্রেসিডেন্ট না থাকা সত্ত্বেও তাঁকে পরিণামের মুখোমুখি হতে হবে।

ডেমোক্র্যাট জো নেগুস বলেন, "প্রেসিডেন্টরা তাদের মেয়াদের শেষের দিকে বিদ্রোহ জাগিয়ে তুলতে পারেন না এবং তারপরে কিছুই হয়নি বলে চলে যেতে পারেন না।"

প্রেসিডেন্ট ট্রাম্পকে দোষী সাব্যস্ত করার জন্য সেনেটের দুই তৃতীয়াংশ ভোটের প্রয়োজন। তার অর্থ হচ্ছে ৫০ জন ডেমোক্র্যাটকে এর পক্ষে ভোট দিতে হবে এবং ১৭ জন রিপাবলিকান সিনেটরকেও এর পক্ষে ভোট দিতে হবে।

অভিশংসন বিচারে ট্রাম্প দোষী সাব্যস্ত হলে সিনেটররা আবারও ভোটের মাধ্যমে এই সিদ্ধান্ত নেবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প আবার প্রেসিডেন্ট হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন নে।

তার আইনজীবীরা যুক্তি দেখিয়েছিলেন যে তারা রাজনৈতিক ফাইদা নিত্যে অভিশংসন করেছেন।

প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পরামর্শদাতা ডেভিড শোয়েন বলেন, "আমেরিকানরা এই প্রক্রিয়াটি ঠিক ঠিক কীভাবে দেখছেন: আমেরিকান রাজনৈতিক দৃশ্যপট থেকে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে দেওয়ার এবং ৭৪ মিলিয়ন-বেশি আমেরিকান ভোটারদের রায়কে অবমাননা করার চেষ্টা "

ট্রায়াল - যা উভয় পক্ষের পক্ষে ১৬ ঘন্টা যুক্তিতর্ক এবং প্রমাণ উপস্থাপনের জন্য সময় দেয়া হবে এবং চলবে - কমপক্ষে রবিবার পর্যন্ত।

XS
SM
MD
LG