অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ায় তুরস্কের আক্রমণ বিষয়ে ড: সাইদ ইফতেখার আহমেদের মূল্যায়ন


Turkey attacks Kurds in northeast Syria
Turkey attacks Kurds in northeast Syria

শাগুফতা নাসরিন কুইন

Turkey attacks Kurds in northeast Syria
Turkey attacks Kurds in northeast Syria

তুরস্ক, সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে কূর্দী নিয়ন্ত্রিত এলাকায়, আক্রমণ চালাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের কথা ঘোষণা করেন।

এ বিষয়ে, ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক সাক্ষাৎকারে, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ড: সাইদ ইফতেখার আহমেদ মূল্যায়ন করেন।

please wait

No media source currently available

0:00 0:10:18 0:00

Iftekhar
Iftekhar

ড: সাইদ ইফতেখার আহমেদ, আমেরিকান পাবলিক ইউনিভারসিটির, স্কুল অফ সিকিউরিটি অ্যান্ড গ্লোবাল স্টাডিস এর অ্যাডজাংক্ট ফ্যাকালটি।

প্রেসিডেন্ট ট্রাম্প, সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের কথা ঘোষণা করার পর থেকেই যুক্তরাষ্ট্রে এবং বহির্বিশ্বে এর বেশ সমালোচনা হচ্ছে। সৈন্য প্রত্যাহারের ফলে মধ্যপ্রাচ্যে কী প্রভাব পড়বে সে বিষয়ে ড. আহমেদ তার মতামত ব্যক্ত করেন।

নেটোর মহাসচীব ইয়েন্স স্টোল্টেনবার্গ বলেছেন নিরাপত্তা বিষয়ে তুরস্কের উদ্বেগ থাকলেও, তরস্ক সিরিয়াতে যে আক্রমণ চালাচ্ছে, তা, ইসলামিক স্টেটের বিরুদ্ধে যে অগ্রগতি হয়েছে তা বিপন্ন করবে। এবিষয়েও তিনি মূল্যায়ন করেন।

XS
SM
MD
LG