অ্যাকসেসিবিলিটি লিংক

সাগর রুনি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ৮৩ বার পেছালো


সাংবাদিক দম্পত্তি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। বুধবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তুু শেষ পর্যন্ত প্রতিবেদন দাখিল হয়নি। এ নিয়ে ৮৩ বার পেছালো তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ।

২০১২ সালে ১১ ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পত্তি সাগর ও রুনি। পর দিন তাদের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়। পুলিশ প্রথম তদন্ত শুরু করে। কিন্তুু পুলিশ নির্ধারিত সময়ে রিপোর্ট প্রদানে ব্যর্থ হওয়ার পর তদন্তের দায়িত্ব পায় র‌্যাব।

আজ বুধবার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন থাকলেও র‌্যাবের তদন্ত কর্মকর্তা তা দিতে পারেননি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আগামী ২৬ ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেছেন।

এই ঘটনার পর আটজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আসামিরা হলেন, রুনির বন্ধু তানভীর, বাড়ির নিরাপত্তা কর্মী এনাম আহমেদ হুমায়ুন, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, ও আবু সাঈদ।

XS
SM
MD
LG