যুক্তরাষ্ট্রের কাগজপত্র বিহিন অভিবাসিদের বিরুদ্ধে সম্ভাব্য অভিযান আরো কয়েক সপ্তাহ পিছিয়ে দেয়ার আকস্মিক ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শনিবার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “ডেমোক্রেটদের অনুরোধে আমরা অবৈধ অভিবাসিদের বহিস্কার প্রক্রিয়া দুই সপ্তাহ পিছিয়ে দিচ্ছি এবং দেখছি ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে আশ্রয় প্রার্থনা ও দক্ষিন সীমান্তের ত্রুটিগুলো দূর করার ক্ষ্রত্রে কোনো অর্থপূর্ন সমঝোতা হয় কিনা”।
ইমিগ্রেশন এ্যান্ড কাষ্টমস এনফোর্সমেন্ট আইসিই, অবৈধ অভিবাসিদের বিরুদ্ধে ধরপাকড়ের এবং বহিস্কারের একটি ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছিল।
তারই প্রেক্ষিতে শুক্রবার রাতে হাউজ স্পিকার ন্যান্সী পেলোসী প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি নিয়ে আলোচনার সময় চেয়ে ঐ অভিযান আরো দেরীতে করার অনুরোধ করেন। ইরানের বিরুদ্ধে বিমান হামলা দেরীতে করার সিদ্ধান্তের মতো প্রেসিডেন্টকে তিনি এ বিষয়টিও সময় নেয়ার অনুরোধ জানান।
অভিযান পিছিয়ে দেয়ার বিষয়ে প্রেসিডেন্টের টুইটের জবাবে ন্যান্সী পেলোসী এক টুইট বার্তায় বলেন, “মিষ্টার প্রেসিডেন্ট অভিযান পিছিয়ে দেয়ায় আপনাকে ধন্যবাদ। সমন্বিত অভিবাসন প্রক্রিয়া সংস্কারের জন্যে সময় প্রয়োজন”।