অ্যাকসেসিবিলিটি লিংক

মালয়েশিয়ায় অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে অভিযান: বাংলাদেশের ৯৫ জন আটক 


মালয়েশিয়ায় অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে অভিযান
মালয়েশিয়ায় অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে অভিযান

মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিকসহ অবৈধ বিদেশী শ্রমিকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গত দুই দিনে আটক করা হয়েছে তিন শতাধিক বিদেশী শ্রমিককে। আটককৃতদের ৯৫ জন বাংলাদেশের লোক। গত রাতে তারা আটক হন। তাদের বিরুদ্ধে প্রচলিত অভিবাসন আইনে ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাজেমি দাউদ মিডিয়াকে জানান, জালান ইকো ম্যাজেস্টিক এলাকায় অভিযান চালিয়ে ২৯৭ জন অবৈধ অভিবাসিকে আটক করা হয়। আটককৃতরা বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। বাংলাদেশের নাগরিক ছাড়াও আটককৃত অন্য দেশের নাগরিকরা হচ্ছেন ভিয়েতনাম, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার। এই দিকে কুয়ালালামপুর থেকে প্রাপ্ত খবরে আরও জানা গেছে, করোনাকালে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে যাওয়া অবৈধ শ্রমিকের সংখ্যা বেড়েছে কারণ অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তারা দেশে ফিরতে পারেননি লকডাউনের কারণে। লকডাউনে দুই দেশে আসা যাওয়ার কোন ফ্লাইট চালু ছিলো না। অভিযান শুরুর পর অবৈধভাবে বসবাসরত বাংলাদেশিদের ভেতরে আতংক ছড়িয়ে পড়েছে।

XS
SM
MD
LG