বুয়েনেস আয়ারসে জমজমাট জি ২০ সম্মেলন হতে চলেছে এবার। শুক্রবার অনুষ্ঠিতব্য দুই দিনের ঐ সম্মেলন উপলক্ষ্যে বিশ্ব নেতারা এখন সেখানে। বিভিন্ন দেশের মধ্যে ব্যবসা বানিজ্য সংক্রান্ত যে স্নায়ু যুদ্ধ চলছে এ্যাতোদিন; জি ২০ সম্মেলনে তার একটি উন্মুক্ত প্রকাশ ঘটতে পারে। এছাড়া ইউক্রেন মধ্যপ্রাচ্য দক্ষিন চীন সাগরসহ নানা বিষয় নিয়ে আলোচনা হবে। হেনরী রিজওয়েলের রিপোর্ট শোনাচ্ছেন সেলিম হোসেন।