শাগুফতা নাসরিন কুইন
আজকের নারী কন্ঠ অনুষ্ঠান আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব ড. সুলতানা নুরুন নাহারের সঙ্গে।
ড. সুলতানা নুরুন নাহার একজন অ্যাটমিক অ্যাস্ট্রোফিজিসিস্ট।
International Society of Muslim Women in Science এর প্রতিষ্ঠাতা ড. নাহার বাংলাদেশে জন্মগ্রহণ করেন। বর্তমানে, গবেষক বিজ্ঞানী ড. সুলতানা নুরুন নাহার ওহায়ো স্টেট বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তিনি ওই বিশ্ববিদ্যালয়ে জ্যোতির্বিজ্ঞান বিভাগে পড়ান।
ড. নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে পাশ করেন। তিনি মিশিগ্যানের ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন।
তিনি ছেলেবেলায় ডাক্তার হতে চেয়েছিলেন। কিন্তু পরে তিনি মহাকাশ – জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি বিষয়ে আরও বেশী আগ্রহী হন।
ড. সুলতানা নুরুন নাহার বিভিন্ন বিষয়ে গবেষণা করেছেন।
মুসলিম নারীরা যাতে বিজ্ঞানে আরও আগ্রহী হন, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য ড. নাহার International Society of Muslim Women in Science সংগঠন প্রতিষ্ঠা করেন।
ড. সুলতানা নুরুন নাহার American Physical Society (APS) ফেলো।
তিনি APS এর সম্মানিত Women Physicist of the Month award পেয়েছেন।