অ্যাকসেসিবিলিটি লিংক

ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্টের মেয়ে আগামী নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন


সারা দুতার্তে মেয়র এবং বিদায়ী ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা দাভাওতে সিটি হলের কর্মচারীদের সঙ্গে সেলফি তোলার পোজ দিচ্ছেন৷৯ নভেম্বর ২০২১। (ছবি-এএফপি/মানমান দেহেতো)
সারা দুতার্তে মেয়র এবং বিদায়ী ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা দাভাওতে সিটি হলের কর্মচারীদের সঙ্গে সেলফি তোলার পোজ দিচ্ছেন৷৯ নভেম্বর ২০২১। (ছবি-এএফপি/মানমান দেহেতো)

ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের মেয়ে সারা দুতার্তে ২০২২ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি শীর্ষ পদে প্রার্থী হবেন, কয়েক মাস ধরে এমন জল্পনা-কল্পনার পর সরকারের নির্বাচন পর্যবেক্ষক শনিবার এই তথ্য জানিয়েছে।

নির্বাচন কমিশন তার আনুষ্ঠানিক ফেসবুক পেজে ঘোষণা করেছে যে দুতার্তে অন্য একজন প্রার্থীর পরিবর্তে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন।র

তার মুখপাত্র ক্রিস্টিনা গার্সিয়া ফ্রাসকো ফেসবুকে লিখেছেন, "এটি নিশ্চিত করে বলা হচ্ছে যে মেয়র ইন্দে সারা দুতার্তে তার প্রতিনিধির মাধ্যমে, লাকাস-সিএমডি(পার্টি)এর অধীনে ভাইস প্রেসিডেন্ট পদে তার প্রার্থীতার জন্য পত্র জমা দিয়েছেন।"

মে মাসের নির্বাচনে অংশ নিতে প্রার্থীরা যারা দেরীতে পত্র জমা দেবেন তাদের জন্য ১৫ নভেম্বরের সময়সীমার ঠিক আগে দুতার্তের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে হল।

প্রাক্তন স্বৈরশাসকের পুত্র ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের দল তাকে তাৎক্ষণিকভাবে নির্বাচনে ফার্দিনান্দ পাশাপাশি অংশ নিতে সমর্থন করে।

ব্যাপকভাবে প্রত্যাশা করা হয়েছিল দুতার্তে তার বাবার উত্তরাধিকারী হওয়ার জন্য প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। রদ্রিগো দুতার্তে সাংবিধানিকভাবে দ্বিতীয় বার ছয় বছরের মেয়াদে ক্ষমতা গ্রহণ থেকে নিষিদ্ধ এবং মারাত্মক মাদক অভিযানের কারণে আন্তর্জাতিক অপরাধ আদালতের তদন্তের মুখোমুখি।

পরবর্তী প্রেসিডেন্টের জন্য ভোটারদের পছন্দের সমীক্ষায় ধারাবাহিকভাবে নেতৃত্ব দেওয়া সত্ত্বেও গত কয়েক মাস ধরে সারা দুতার্তে জোর দিয়ে বলছিলেন যে তিনি দাভাও সিটির মেয়র হিসাবে আরও একটি মেয়াদে কাজ করতে চান।

এই সপ্তাহে তার পরিকল্পনা সম্পর্কে জল্পনা আরও তীব্র হয় যখন তিনি হঠাৎ মেয়রের প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন।তিনি তার আঞ্চলিক দল ছেড়ে দেন এবং তার ঘনিষ্ঠ মিত্র এবং ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোয়োর জাতীয় রাজনৈতিক দল লাকাস-ক্রিশ্চিয়ান মুসলিম ডেমোক্র্যাটসে যোগ দেন।

XS
SM
MD
LG