ব্রিটেনের বিচারমন্ত্রী বুধবার বলেছেন যে তিনি "ঈশ্বরের প্রতি ভয়" সেসব মানুষকে স্মরণ করিয়ে দিতে চান যারা নারীদের হুমকি দেয়। লন্ডনে উচ্চ পর্যায়ের কয়েকটি হত্যাকাণ্ডের পর আইনি ব্যবস্থায় নারীদের আস্থা পুনরুদ্ধারকে "শীর্ষ অগ্রাধিকার" দেবেন বলে তিনি জানান।
ডমিনিক র্যাব বলেছেন যে তিনি সাম্প্রতিক সময়ে একজন কর্মরত পুলিশ অফিসারের হাতে খুন হওয়া নারীসহ বেশ কয়েকটি হত্যাকাণ্ডে "হতবাক এবং আতংকিত"। তিনি সহিংসতার মাত্রাকে "অসুস্থ" বলে অভিহিত করেছেন।
তিনি ডেইলি টেলিগ্রাফে লিখেছেন, "অনেকের জন্য অন্ধকার হয়ে যাবার পরে একা চলাচল বা তাদের নিজের বাড়িতে মারধরের ভয় এখন একটি দৈনন্দিন বাস্তবতা।"
র্যাব বলেন, "আমাদের অবশ্যই এই পরিস্থিতিকে ঘুরিয়ে দিতে হবে। আমি চাই যে আমরা সেইসব নারীদের আস্থা ফিরিয়ে দেব যাতে তাদের ভয়ের মধ্যে জীবন যাপন করতে না হয় এবং যারা নারী বা মেয়েদের হুমকি দেওয়ার কথা চিন্তা করবে তাদের মনে ঈশ্বরের ভয় জাগিয়ে তুলব।"
ইংল্যান্ড এবং ওয়েলসের সরকারী পরিসংখ্যান অনুসারে, ২০২০ সালের মার্চ থেকে প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন(১৬ লক্ষ) নারী পারিবারিক নির্যাতনের শিকার হয়েছে, ৬ লাখেরও বেশি নারী যৌন নির্যাতনের এবং প্রায় ৯ লক্ষ নারী হয়রানির শিকার হয়েছেন।
সরকার গুরুতর যৌন অপরাধের জন্য আগাম মুক্তি বাতিল করছে এবং পুলিশ ও প্রসিকিউটররা ধর্ষণ এবং যৌন সহিংসতা মোকাবেলা কতটা ভালভাবে করছে তার নিবিড় পর্যবেক্ষণ চালু করছে।
পারিবারিক নির্যাতনের শিকার ব্যক্তিরা অপরাধ রিপোর্ট করার জন্য দুই বছর পর্যন্ত সময় পাবেন, যা এতকাল ছয় মাস ছিল।