তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তায়িপ এরদোয়ান শনিবার বলেন যে তিনি পররাষ্ট্র মন্ত্রককে পরোপকারী ওসমান কাভালার মুক্তির আহ্বানের জন্য পশ্চিমা দেশগুলির ১০জন রাষ্ট্রদূতকে "অবাঞ্ছিত" ঘোষণা করার নির্দেশ দিয়েছেন।
২০১৩ সালে দেশব্যাপী বিক্ষোভে অর্থায়ন এবং ২০১৬ সালে ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত হয়ে কাভালা চার বছর ধরে কারাগারে রয়েছেন। তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।
১৮ই অক্টোবর এক যৌথ বিবৃতিতে, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এবং যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা কাভালার মামলার একটি ন্যায়সঙ্গত ও দ্রুত সমাধানের আহ্বান জানান। তারা তার "অবিলম্বে" মুক্তির আহ্বানও জানান।" তুরস্কের পররাষ্ট্র মন্ত্রক ঐ রাষ্ট্রদূতদের তলব করে এবং তাদের বিবৃতিটিকে দায়িত্বজ্ঞানহীন বলে অভিহিত করে।
এরদোয়ান উত্তর -পশ্চিম তুরস্কের এসকিসেহির শহরে এক বক্তৃতায় বলেন, "আমি আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় আদেশ দিয়েছি এবং বলেছি কি করতে হবে: এই ১০ জন রাষ্ট্রদূতকে অবশ্যই অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। আপনি অবিলম্বে এটি সমাধান করবেন।"
তিনি উত্ফুল্ল জনতার উদ্দেশ্যে বলেন, "তারা তুরস্ককে জানবে এবং বুঝবে। যেদিন তারা তুরস্ককে জানবে না বা বুঝবে না, সেদিন তারা চলে যাবে।"
যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ফ্রান্সের দূতাবাস, হোয়াইট হাউজ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাত্ক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।