অ্যাকসেসিবিলিটি লিংক

ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকান্ডে দুজনের প্রাণহানি


ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা।
ঝালকাঠির সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে অগ্নিকান্ডের ঘটনায় উদ্ধারকাজে নিয়োজিত কর্মীরা।

ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী-৩ নামের একটি তেলবাহী জাহাজে আগুন লেগে সুকানী কামরুল ইসলামসহ ২জন নিহত হয়েছেন।দগ্ধ হয়েছেন ৬ জন কর্মচারী। আহতদের প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়া হয়।

আজ সকাল সাড়ে ৮ টায় ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে নোঙ্গর করে রাখা জাহাজটিতে বিস্ফোরণ ঘটে। শেখ হামিদুর রহমান জাহাজটির মালিক।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো: শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্পরুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে। এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়।

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাজের শুকানী কামরুল ইসলাম মারা যান। বরিশাল শেবাচিম হাসপাতালে আশংকাজনক অবস্থায় অন্তত ৫ জন ভর্তি রয়েছেন। জাহাজে নাবিকসহ মোট ১৩জন স্টাফ ছিলেন।

জেলা প্রশাসক মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থল পরিদর্শন করে জাহাজে বহনকৃত তেল দ্রুত সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

সাগর নন্দিনী-৩ নামক জাহাজটি পেট্টোল ও ডিজেল নিয়ে চট্রগ্রাম থেকে ঝালকাঠিতে আসে। জাহাজটির পদ্মা ডিপোতে তেল খালাস করার কথা ছিলো।

ঝলকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিস্ফোরনের কারন এখনও জানা যায়নি, জাহাজে যারা ছিলেন, তারা অধিকাংশই গুরুতর আহত। জাহাজ থেকে যাতে দ্রুত তেল খালাস করা যায়, সে ব্যাপারে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

XS
SM
MD
LG