অ্যাকসেসিবিলিটি লিংক

জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের ওয়ান ডে সিরিজ জয়


জিম্বাবুয়ের ব্যাটসম্যান মুযারাবানির উইকেট নেয়ার পর বাংলাদেশের বোলার শরিফুল ইসলামের উল্লাস। জুলাই ১৮, ২০২১। - এপি
জিম্বাবুয়ের ব্যাটসম্যান মুযারাবানির উইকেট নেয়ার পর বাংলাদেশের বোলার শরিফুল ইসলামের উল্লাস। জুলাই ১৮, ২০২১। - এপি

হারারের মাঠে সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ পরাজিত করলো স্বাগতিক জিম্বাবুয়েকে।

হারারের মাঠে সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ের ওপর ভর করে বাংলাদেশ পরাজিত করলো স্বাগতিক জিম্বাবুয়েকে।

সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ৫০ ওভারে ৯ উইকেটে তাদের সংগ্রহ ছিল ২৪০ রান। বাংলাদেশের বোলার শরিফুল ইসলাম ৪৬ রান দিয়ে ৪ উইকেট নেয়ায় জিম্বাবুয়ে বড় ইনিংস খেলতে পারেনি। সাকিব ৪২ রান দিয়ে ২ উইকেট নেন।

এরপর বাংলাদেশ ব্যাট করতে নেমে এক পর্যায়ে ১৪৫ রানে ৬ উইকেট হারালে ম্যাচ তাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছিল। কিন্তু অভিজ্ঞ সাকিব ক্রিজে টিকে থাকেন এবং জিম্বাবুয়ের সব চেষ্টা ব্যর্থ করে দেন। তামিম আর লিটনের পর ব্যাট করতে আসা সাকিব ১০৯ বলে ৯৬ রানের চমৎকার ইনিংস উপহার দেন। তামিম আর লিটন করেন যথাক্রমে ২০ এবং ২১।

দলের জরুরি সময়ে শেষদিকে সাকিবের পাশে ব্যাটে হাল ধরেন অল রাউন্ডার সাইফুদ্দিন। তিনি ৩৪ বলে ২৮ রান করেন। ফলে ৫ বল বাকি থাকতেই বাংলাদেশ জয় নিশ্চিৎ করে। প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরষ্কারটি জেতেন বিশ্বের অন্যতম সেরা অল রাউণ্ডার সাকিব।

XS
SM
MD
LG