অ্যাকসেসিবিলিটি লিংক

করোনার সার্টিফিকেট জাল করে শাহেদ এখন দেশ বিদেশে আলোচনায়


করোনার সার্টিফিকেট জাল করে শাহেদ এখন দেশ বিদেশে আলোচনায়। ইতালি, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানে ভুয়া সার্টিফিকেট নিয়ে অনেক বাংলাদেশি হেনস্থার শিকার হয়েছেন।

করোনার ভুয়া প্রশংসাপত্র তৈরির কারিগর রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম এখন র‍্যাবের জালে। র‍্যাব বলছে বোরকা পরে শাহেদ ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেপ্তার হয়েছেন। এক সপ্তাহ আত্মগোপনে থাকার পর বুধবার ভোরের দিকে নৌকায় করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে শাহেদ পালানোর চেষ্টা করছিলেন। র‍্যাব তখনই তার গতি রোধ করে। পরে তাকে বিশেষ হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তার কাছ থেকে গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। তাকে নিয়ে উত্তরায় এক অভিযান শেষে কিছু জাল টাকাও পাওয়া যায়। র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন শাহেদকে একজন চতুর, ধুরন্ধর ও অর্থলিপ্সু লোক বলে মন্তব্য করেছেন।

করোনার সার্টিফিকেট জাল করে শাহেদ এখন দেশ বিদেশে আলোচনায়। ইতালি, চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানে ভুয়া সার্টিফিকেট নিয়ে অনেক বাংলাদেশি হেনস্থার শিকার হয়েছেন। পরিণতিতে এসব দেশে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়েছে। হঠাৎ করেই শাহেদ করিমের উত্থান হয়নি। অনেকদিন ধরেই শাহেদ দু’নম্বরি ব্যবসার সঙ্গে যুক্ত। রিজেন্ট হাসপাতাল ছিল এই ব্যবসার একটি সাইনবোর্ড।তদন্তে বেরিয়ে আসছে কিভাবে এই হাসপাতালে হাজার হাজার ভুয়া করোনার সার্টিফিকেট তৈরি করা হতো। রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক ব্যবসা বাগিয়ে নিয়েছেন শাহেদ। ভিআইপি না হয়েও পতাকার স্ট্যান্ডওয়ালা গাড়িতে সাইরেন বাজিয়ে চলাফেরা করতেন। টেলিভিশন টকশোতে তিনি ছিলেন সরব। নিজেকে আওয়ামী লীগের পররাষ্ট্র বিষয়ক উপ কমিটির সদস্য বলে পরিচয় দিতেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, শাহেদ একজন প্রতারক। সবসময় ব্যস্ত থাকতো প্রতারণার ফাঁকফোকর তৈরি করতে। টেলিভিশন টকশোতে গিয়ে নিজের একটা ব্যক্তিত্ব তৈরি করেছিল। এটা ছিল তার প্রতারণার এক কৌশল। স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যতে দলীয় কমিটিতে শাহেদদের মত প্রতারকরা যাতে স্থান না পায় সেদিকে নজর রাখার তাগিদ দেন।

ওদিকে করোনার সংক্রমণ রোধে ঈদের আগে ও পরে নয়দিন গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এসময় পণ্য ও কুরবানির পশু পরিহবন করা যাবে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৩ জন। নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫৩৩ জন। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী

please wait

No media source currently available

0:00 0:02:14 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG