অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেন সফরের প্রাক্কালে রাশিয়ার আগ্রাসন রোধের প্রতিশ্রুতি দিলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী


কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি ইংল্যান্ডের লিভারপুলে অতিথি দেশ এবং আসিয়ান দেশগুলির সঙ্গে জি-৭ পররাষ্ট্র ও উন্নয়ন মন্ত্রীদের অধিবেশনের জন্য পৌঁছেছেন।১২ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/অলিভিয়ের ডুলিয়েরি)
কানাডার পররাষ্ট্র মন্ত্রী মেলানি জোলি ইংল্যান্ডের লিভারপুলে অতিথি দেশ এবং আসিয়ান দেশগুলির সঙ্গে জি-৭ পররাষ্ট্র ও উন্নয়ন মন্ত্রীদের অধিবেশনের জন্য পৌঁছেছেন।১২ ডিসেম্বর ২০২১। (ছবি-এপি/অলিভিয়ের ডুলিয়েরি)

কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানিয়া জোলি, ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি সমর্থন পুনরায় ব্যক্ত করতে এবং রাশিয়ার “আগ্রাসী কর্মকান্ড” মোকাবেলায় তৎপরতা জোরদার করতে, আগামী সপ্তাহে কিয়েভ সফর করবেন বলে অটোয়া শনিবার জানিয়েছে।

ইউক্রেনের সীমান্তের নিকটে মস্কো ১,০০,০০০ সেনা মোতায়েন করেছে, এবং যুক্তরাষ্ট্র শুক্রবার জানিয়েছে যে কূটনৈতিক প্রচেষ্টা লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হলে, রাশিয়া আক্রমণের অজুহাতের প্রস্তুতি নিচ্ছে বলে তারা আশঙ্কা করছে

কানাডায় রাজনৈতিকভাবে প্রভাবশালী ইউক্রেনের বংশোদ্ভূত মানুষ বেশ বড় সংখ্যায় রয়েছেন। ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে নিজেদের ভূখন্ডে অন্তর্ভুক্ত করার পর থেকেই, মস্কোর সাথে কড়া মনোভাব বজায় রেখেছে কানাডা।

এক বিবৃতিতে জোলি জানান, “ইউক্রেনের আশপাশে রাশিয়ার সৈন্য ও সরঞ্জাম জড়ো করা, পুরো অঞ্চলটির নিরাপত্তাকেই ঝুঁকিতে ফেলে। এই আগ্রাসী কর্মকান্ডগুলো অবশ্যই রুখতে হবে।”

“নিয়ম-ভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা সমুন্নত রাখতে, কানাডা তার আন্তর্জাতিক সহযোগীদের সাথে কাজ করে যাবে।”

জোলি ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শিমাইল- এর সাথে সাক্ষাৎ করবেন এবং দেশটির পশ্চিমাঞ্চল সফর করবেন। সেখানে ২০১৫ সাল থেকে অবস্থান করা কানাডার ২০০ জনের একটি প্রশিক্ষণ মিশনের সাথে আলাপ করবেন তিনি।

মঙ্গলবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো টেলিফোনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি’র সাথে আলাপ করেন, এবং “জোর দিয়ে বলেন যে ইউক্রেনে কোন ধরনের সামরিক অনুপ্রবেশের পরিণতি গুরুতর হবে, যার মধ্যে সমন্বিত নিষেধাজ্ঞাও থাকবে”, বলে ট্রুডোর দফতর জানিয়েছে।

ক্রাইমিয়াকে নিজ ভুখন্ডে অন্তর্ভুক্ত করার কারণে ৪৪০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা আরোপ করেছে কানাডা।

রবিবার থেকে সপ্তাহব্যাপী যে ইউরোপ সফর শুরু করছেন তিনি তাতে জোলি ব্রাসেলস-এ নেটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ এবং ইউরোপীয় ইউনিয়ন এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল এর সাথে সাক্ষাৎ করবেন।

তিনি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-ইভ লা দ্রিয়ান এর সাথে আলোচনার উদ্দেশ্যে প্যারিস সফর করবেন বলেও বিবৃতিতে জানানো হয়।

XS
SM
MD
LG