ভারতের লোকসভা নির্বাচন নিয়ে জেনারেল মুনিরুজ্জামানের বিশ্লেষন
ভারতে, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষনা করা হবে ১৬ মে’।এই নির্বাচনী ফলাফলের প্রভাব বাংলাদেশের ওপর কেমন পড়তে পারে,তাই পর্যালোচনা করেছেন বাংলাদেশের অসরকারি গবেষনা প্রতিষ্ঠান Bangladesh Institute of Peace and Security Studies (BIPSS)এর প্রেসিডেন্ট মেজর জেনারেল মুনিরুজ্জমান। তাঁর সঙ্গে কথা বলেন আমাদের ঢাকা সংবাদদাতা আমির খসরু।