অ্যাকসেসিবিলিটি লিংক

ইসলাম হিংসার নয় , হেদায়েতের ধর্ম : হাসান মাহমুদ


ইসলামিক স্টেটের জঙ্গিরা সম্প্রতি যে ভাবে , তাদের হাতে বন্দী জর্দানের একজন বিমান চালককে হত্যা করেছে , তার পরিপ্রেক্ষিতে এই প্রশ্ন ক্রমশই উঠে আসছে যে এই ধরণের আচরণকে ইসলাম কি আদৌ সমর্থন করে; প্রশ্ন উঠছে ইসলামের রাজনীতিকিকরণ নিয়েও । এ সব জিজ্ঞাসা নিয়েই World Muslim Congress এবং Canadian Muslim Council এর সদস্য , হাসান মাহমুদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন , আনিস আহমেদ । এই সাক্ষাৎকারে হাসান মাহমুদ বলেন যে এ রকম নৃশংস হত্যাকান্ড ইসলামে সমর্থিত নয়। একবার এ রকম ঘটনা ঘটার পর , সমস্ত মুসলিম বিশ্ব এর তীব্র সমালোচনা করেছিলো।

হাসান মাহমুদ বলেন যে ইসলাম ধর্মত্যাগী বা মুরতাদের হত্যার কোন বিধান নেই ইসলামে । বরঞ্চ পবিত্র কোরানের আয়াতে বলা হয়েছে ধর্মত্যাগী এবং ধর্মে প্রত্যাবর্তনকারীদের কথা। তিনি আরও বলেন যে ধর্মে রাজনীতিকরণের কারণেই ধর্মের নীতিবোধ থেকে মানুষ বিচ্যূত হয়েছে বার বার । তিনি এ প্রসঙ্গে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক সহিংসতার প্রতিও আলোকপাত করেন এবং বলেন যে উদ্দেশ্য সিদ্ধির জন্যে হারামকে ও হালাল বলার প্রবণতা দেখা দিয়েছে। তবে তিনি আশা প্রকাশ করেন যে মুসলিম বিশ্ব তাদের নিজেদের অস্তিত্বের জন্যেই এই সহিংসতা থেকে বেরিয়ে আসবেই । বিশেষত তিনি আগামী প্রজন্মের ছেলেমেয়েরা ঠিকই বুঝতে পারবে যে ইসলাম একটি হেদায়েতের ধর্ম , প্রতিবাদের ভাষা কখনও মানুষ খুন হরে হতে পারে না।

please wait
Embed

No media source currently available

0:00 0:05:01 0:00
সরাসরি লিংক

XS
SM
MD
LG