অ্যাকসেসিবিলিটি লিংক

ধর্ষণ বিরোধী বিক্ষোভ প্রশমনে দিল্লির উদ্যোগ


আজ সোমবার ভারতের কর্মকর্তারা নতুন দিল্লির কেন্দ্রস্থলের রাস্তা এবং মেট্রো স্টেশানগুলো বন্ধ করে দিয়েছেন । গত সপ্তায় ২৩ বছর বয়সী এক ছাত্রীকে প্রহার এবং গণধর্ষণের প্রতিবাদে সেখানে যে ব্যাপক বিক্ষোভ হচ্ছে সেটি দমনের উদ্দেশ্যেই কর্তৃপক্স এই ব্যবস্থা নিয়েছেন।

পুলিশ ইন্ডিয়া গেইট গামি রাস্তায় ব্যারিকেড নির্মাণ করে , কারণ সেই জায়গাটিই সব প্রতিবাদ বিক্ষোভের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী আজ সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে নারীদের নিরাপত্তার বিষয়ে তাঁর সঙ্কল্প ব্যক্ত করেন। তিনি এ নিয়ে জনগণের উষ্মা প্রশমনের চেষ্টা চালাচ্ছিলেন । এই ধর্ষণের ঘটনার এক সপ্তার ও বেশি সময় পর টেলিভিশনে দেওয়া এক ভাষণে মনমোহন সিং বলেন যে এই ঘটনায় ন্যায় বিচার করা হবে এবং তিনি ভারতীয়দের শান্ত থাকার আহ্বান জানান।

বেশ কয়েকদিন ধরেই গোটা দেশেই এই নৃশংস আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। অনেক বিক্ষোভকারীই বর্তমানে আটক ছ জন সন্দেহভাজনের মৃত্যুদন্ড দাবি করছেন। .
XS
SM
MD
LG