মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ তাদের ২০১৫ সালের রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে বর্তমানের অনেকগুলো সংকট বেড়ে যাওয়র পেছনে মানবাধিকার লঙ্ঘন একটি কারণ। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে মূল্যায়ন করা হয় এই রিপোর্টে। ডঃ বন্দনা পুরকায়স্থ কানেক্টিকাট বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের প্রফসের ও প্রধান এবং এশিয়ান আমেরিকান স্টাডিস বিভাগের প্রফেসর। ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের সঙ্গে সাক্ষাৎকারে, হিউম্যান রাইটস ওয়াচ এর রিপোর্ট সম্পর্কে ডঃ বন্দনা পুরকায়স্থ তাঁর মতামত প্রকাশ করেন। তিনি বলেন রিপোর্টে যে বলা হয়েছে মানবাধিকার লঙ্ঘনের কারণে, বিশ্বে অনেকগুলো সংকট বিদ্যমান, তিনি তার সঙ্গে পুরোপুরি একমত। তিনি বলেন বাংলাদেশ বা যে কোন দেশে সরকার জনগণের কন্ঠ রোধ করলে মানবাধিকার লঙ্ঘিত হয়। ডঃ বন্দনা পুরকায়স্থ বলেন বিরোধী দলগুলো যদি এমন পরিস্থিতি তৈরী করে যে সাধারণ জনগণ তাদের জীবনযাপন নির্বিঘ্নে করতে পারেনা, তারাও মানবাধিকার লঙ্ঘন করছে। তাঁর সাক্ষাৎকার নেন শাগুফতা নাসরিন কুইন।