অ্যাকসেসিবিলিটি লিংক

ইউক্রেনের জন্য অত্যাবশ্যকীয় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য HAWK ক্ষেপণাস্ত্র তাইওয়ানের জেওপেং সামরিক ঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়। জানুয়ারি ১৮ ,২০১১। পেন্টাগন ঘোষণা করেছে HAWK আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরও ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রদান করবে। জুলাই ৩, ২০২৪।
ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য HAWK ক্ষেপণাস্ত্র তাইওয়ানের জেওপেং সামরিক ঘাঁটি থেকে নিক্ষেপ করা হয়। জানুয়ারি ১৮ ,২০১১। পেন্টাগন ঘোষণা করেছে HAWK আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আরও ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রদান করবে। জুলাই ৩, ২০২৪।

ইউক্রেনের চাপে পড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্র দেশটিতে আরও অস্ত্র শস্ত্র এবং রাশিয়ার বাহিনীকে দূরে সরিয়ে রাখতে সাহায্য করতে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠাতে যাচ্ছে।

বুধবার পেন্টাগনে ইউক্রেনের জন্য দুই স্তরের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ প্রদানের কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। এই থোক সাহায্যের মূল্য হচ্ছে ২৩০ কোটি ডলার।

প্রাথমিক সাহায্যের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মওজুদ থেকে ক্ষেপণাস্ত্র,রকেট এবং অন্যান্য যুদ্ধাস্ত্র যার মূল্য হচ্ছে ১৫ কোটি ডলারের মতো।

কিছু গুরুত্বপূর্ণ সমরাস্ত্রের মধ্যে থাকছে ইউক্রেনের HAWK বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আরও ক্ষেপণাস্ত্র এবং হাই মবিলিটি রকেট সিস্টেমের জন্য অস্ত্র শস্ত্র। এতে আরও রয়েছে গোলা বারুদ; টিউব লঞ্চড, অপটিকালি ট্র্যাকড , ওয়াইয়ার গাইডেড ক্ষেপণাস্ত্র; এবং জেভলিন অ্যান্টি আর্মার সিস্টেম।

ফাইল- যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দেয়া এই ছবিতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে যুক্তরাষ্ট্রের সৈন্যরা হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বসানোর প্রস্তুতি নিচ্ছে। জুলাই ২৬,২০২৩।
ফাইল- যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দেয়া এই ছবিতে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে যুক্তরাষ্ট্রের সৈন্যরা হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বসানোর প্রস্তুতি নিচ্ছে। জুলাই ২৬,২০২৩।

এই থোক সাহায্যের দ্বিতীয় অংশ, যার মূল্য হচ্ছে ২২০ কোটি ডলার, ব্যবহার করা হবে ইউক্রেনের প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম এবং ভূমি থেকে বাতাসে নিক্ষেপণযোগ্য ন্যাশনাল অ্যাডভান্সড সিস্টেম ক্ষেপণাস্ত্র । এই সিস্টেম যুক্ত করে পরে চালান দেয়া হবে।

এই থোক সাহায্যের আনুষ্ঠানিক ঘোষণার একদিন আগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন পেন্টাগনে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভকে স্বাগত জানান।

ওই বৈঠকের আগে অস্টিন উমেরভকে বলেন, “ ইউক্রেন এক কঠিন লড়াইয়ে লিপ্ত আছে। ক্রেমলিন আপনাদের শহর ও বেসামরিক জনগণের উপর তীব্র বোমা আক্রমণ অব্যাহত রেখেছে”।

অস্টিন আরও বলেন, “ ভুল করবেন না, ইউক্রেন একা নেই এবং যুক্তরাষ্ট্র কখনই তার সমর্থন থেকে সরে আসবে না”।

ফাইল- ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ পেন্টাগনে এসে পৌঁছালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন (ডানে) তাঁকে স্বাগত জানাচ্ছেন। পেন্টাগন, ওয়াশিংটনের সন্নিকটে, জুলাই ২, ২০২৪।
ফাইল- ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ পেন্টাগনে এসে পৌঁছালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন (ডানে) তাঁকে স্বাগত জানাচ্ছেন। পেন্টাগন, ওয়াশিংটনের সন্নিকটে, জুলাই ২, ২০২৪।

যুক্তরাষ্ট্রর এই নতুন থোক সাহায্যের ঘোষনার এক সপ্তাহ পরেই যুক্তরাষ্ট্র নেটো শীর্ষ সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে যেখানে আলোচ্যসূচীর শীর্ষে রয়েছে রাশিয়ার চলমান আক্রমণের মুখে ইউক্রেনের জন্য আরও সামরিক সহযোগিতার বিষয়টি।

পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিষদের সিনিয়র ফেলো চার্লস কুপচান বলেন, “ আসন্ন নেটো শীর্ষ সম্মেলনে সব চেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিষগুলো প্রদানের কথা উঠে আসবে তা হলো যেমনটি প্রতিরক্ষামন্ত্রী অস্টিন বলেছেন সেটি হলো হার্ডওয়েআর: গেদালাবারুদ, এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টার এবং অন্যান্য ধরণের অস্ত্র শস্ত্র যা নিজেদের প্রতিরক্ষার জন্য ইউক্রেনের লোকজনের জন্য প্রয়াজনীয় ।

কুপচান ভয়েস অফ আমেরিকাকে বলেন, “ নেটো শীর্ষ সম্মেলন যদি কিছু তুলে ধরতে চায় তা হ’লে তা হলো দীর্ঘ দিন ধরেই অব্যাহত ভাবে সাহায্য প্রদান কারণ আমার মনে হয় এখানে বার্তাটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের শেষ দেখতে পারবে না, পশ্চিমের শেষও দেখতে পারবে না”।

এই মূহুর্তে যদিও রাশিয়ার অবিরত আক্রমণের মুখে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা অসুবিধার মুখে পড়েছে।

XS
SM
MD
LG